ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শেষ বলে দারুণ এক জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। এরপর আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল দুই দল। অকল্যান্ডের ইডেন পার্কে আগে ব্যাট করতে নেমে ট্রাভিস হেডের ২২ বলে ৪৫ রানের ইনিংসে ১৯.৫ ওভারে ১৭৪ রানের সংগ্রহ পেয়েছিল অজিরা। জবাবে ব্যাট করতে নেমে অ্যাডাম জাম্পার ঘূর্ণিতে ব্ল্যাকক্যাপসরা অল আউট হয়েছে ১৭ ওভারে ১০২ রান করেই। ফলে ৭২ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে মিচেল মার্শের দল।


অস্ট্রেলিয়ার দেয়া ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার ফিন অ্যালেনকে হারায় কিউইরা। জশ হ্যাজলউডের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন তিনি। এরপর দলীয় ১৪ রানেই বিদায় নেন আরেক ওপেনার উইল ইয়াং। প্যাট কামিন্সের বলে ম্যাথু ওয়েডের দুর্দান্ত এক ক্যাচে সাজঘরে ফিরতে হয় তাকে।


১৪ রানেই দুই ওপেনারকে হারানো কিউইরা দ্রুত হারায় আরও দুই উইকেট। দলীয় ২৯ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে নিউজিল্যান্ড। তবে পঞ্চম উইকেট জুটিতে কিউইদের হয়ে প্রতিরধ গড়ার চেষ্টা করেছিলেন গ্লেন ফিলিপ্স ও জশ ক্লার্কসন। এ দুজন মিলে গড়েছিলেন ৩২ বলে ৪৫ রানের জুটি।


তবে দলীয় ৭৪ রানে জাম্পার বলে ক্লার্কসন বোল্ড হলে ভাঙে এ জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে কিউইরা। ৩৫ বলে ৪৫ রান করে ফিলিপ্সও আউট হন জাম্পার বলেই। শেষ পর্যন্ত ১৭ ওভারে ১০২ রান করেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। অজিরা জয়ী হয় ৭২ রানে। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন জাম্পা।


এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে অজিরা শুরুটা করেছিল বেশ ভালোই। ডেভিড ওয়ার্নারের বদলে আজ হেডের সঙ্গে ওপেনিংয়ে ছিলেন স্টিভেন স্মিথ। তবে তিনি আজ নিজের ইনিংস বড় করতে পারেননি। ৭ বলে ১১ রান করে লকি ফার্গুসনের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হন তিনি। এর আগেই অবশ্য ঝড় শুরু করে দিয়েছিলেন হেড।


কিউই বোলারদের সামলে আজ ২২ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন হেড। অজি এই ওপেনার ২ চার এবং ৫ ছয়ে ৪৫ রান করে আউট হন বেন সিয়ার্সের বলে বোল্ড হয়ে। এদিকে হেড আউট হওয়ার সঙ্গেই ধীর হতে থাকে অজিদের রানের চাকা।


৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করেছিল অজিরা। তবে এরপরই ধস নামে সফরকারীদের ব্যাতিংয়ে। একে একে আউট হয়ে সাজঘরে ফিরেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্শ, জশ ইংলিশ, টিম ডেভিডরা। শেষদিকে এই বিপর্যয় কিছুটা সামলানোর চেষ্টা করেছেন প্যাট কামিন্স। তাঁর ২২ বলে ২৮ রানের ইনিংসেই শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে অল আউট হওয়ার আগে ১৭৪ রানের সংগ্রহ পায় অজিরা।

ads

Our Facebook Page